বাগেরহাটের মোল্লাহাটে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মাহমুদ শেখ (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মাহমুদ শেখ কাহালপুর গ্রামের বাসিন্দা।
এর আগে জুলাই মাসে সে একই কাজ করে আটক হয়েছিলো। সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়েছে।
ঘটনা বিষয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ওই তরুণ কাহালপুর গ্রামের একটি বাগানের ভেতরে গ্যাস লাইট দিয়ে কোরআন শরীফে আগুন ধরিয়ে পোড়ানোর চেষ্টা করছিলো। তখন পাশের বাড়ির এক তরুণ তা দেখে ছুটে এসে তাকে আটকাতে গেলে মাহমুদ দৌড়ে পালিয়ে যায়। পরে ওই তরুণ আগুন নিভিয়ে কোরআন শরীফটি উদ্ধার করে স্থানীয়দের জানায়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, কাহালপুর এলাকা থেকে মাহামুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক মাহমুদ আগেও একই কাজ করেছে বলে থানায় রেকর্ড আছে।
স্বাআলো/এস