জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ভুক্তভোগী এক গৃহবধূ কালীগঞ্জ থানায় মামলা করেন। যার মামলা নং ১০। তারিখ ১৫/০৩/২০২৪। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পর্ণোগ্রাফি মামলায় তুষার খানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৩ ফেব্রুয়ারি বাড়ির আঙ্গিনায় লাগানো গাঁজা গাছসহ তুষার খানকে গ্রেফতার করে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশ। সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।
স্বাআলো/এসআর