বাগেরহাটে পর্নোগ্রাফি আইনে যুবক গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলায় কৌশলে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় হাসান শেখ (৩৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। হাসান শেখ উপজেলা সদরের মালেক শেখের ছেলে। এ ঘটনায় গৃহবধুর স্বামী বাদী হয়ে প্রথমের বাগেরহাট আদালতে পিটিশন মামলা করেন। আদালতের নির্দেশনায় বুধবার রাতে হাসান কে প্রধান আসামী করে আরো জনের বিরুদ্ধে রামপাল থানায় পর্নোগ্রাফী আইনে একটি মামলা রেকর্ড করা হয়। ঘটনা বিষয়ে জানা গেছে, আসামিরা রামপাল উপজেলা সদরের জনৈক হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে।

এক পর্যায়ে আসামিরা পাঁচ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামিরা যোগসাজশে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। এ ছাড়া চাঁদার টাকা না দেয়ায় এলাকার হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেব শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ ভিকটিম পরিবারকে হুমকী দিতে থাকে।

এতে পরিবারটি চরমভাবে ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে ভিকটিমের স্বামী হাসিব বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত মঙ্গলবার একটি পিটিশন মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে রামাপাল থানাকে এজাহার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন।

রামপাল থানা পুলিশ আদালতের আদেশ পেয়ে বুধবার রাতে মামলাটি রেকর্ড করেন এবং ওই রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামী হাসান শেখ কে গ্রেফতার করে। রামপাল থানার ওসি সোমেন দাশ বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদক কে জানান, আদালতের নির্দেশে থানায় এজাহার রেকর্ড করাসহ প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...