খুলনা ব্যুরো: খুলনায় এক লাখ জাল টাকাসহ মামুন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে কেএমপির গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৪ জুন) নগরীর খালিশপুর থানাধীন জোড়াগেট সংলগ্ন কোরবানির পশুর হাটের মেইন গেইটের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মামুন মোল্যা গোপালগঞ্জ থানার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।
শনিবার (১৫ জুন) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস