যশোরের বেনাপোল থেকে ১৮ পিস সোনার বারসহ আক্তারুল (২০) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য এক কোটি ৮৮ লাখ ৩৪ হাাজার ৬৮৬ টাকা।
মঙ্গলবার (২১ নভেম্বর) পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।
আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের বাসিন্দা।
বেনাপোল থেকে ১৬টি ককটেল উদ্ধার
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহিত হোসেন জানান, খুলনা ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের একটি টহল দল পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আক্তারুলকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় দুই কেজি ৮০ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং সোনা যশোর ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।
স্বাআলো/এস