যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরোনো কমিটি ভেঙে আহবায়ক এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
৯ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক হয়েছেন এম.তমাল আহম্মেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।
কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু,আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সর্বশেষ যুবদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি হয়েছিলেন এম. তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনসারুল হক রানা।
স্বাআলো/এস