যশোরে বিএনপি নেতার চালের আড়ৎ থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরে এসএম বায়জিদ হাসান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ)কোতোয়ালী থানার অদূরে যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁদের চালের আড়ৎ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত বায়েজিদ হাসান খুলনা সিটি কর্পোরেশনের হাজী ইসমাইল রিং রোড সোনাডাঙ্গা থানা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বিএনপি নেতা মল্লুক চাঁদের ঢাকা অফিসের কর্মী ছিলেন।

পুলিশ জানিয়েছে, পাওনা টাকা উদ্ধারে মারপিট করে ওই যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নৈশ প্রহরীদের কাছ থেকে তথ্য পেয়ে রাত ৩টার দিকে বিএনপি নেতা মল্লুক চাঁদের বাড়ি সংলগ্ন চালের আড়তে যায়। সেখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে জানা যায় ওই যুবকের নাম বায়োজিদ।

তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং মল্লুক চাঁদের ঢাকা অফিসে কর্মরত ছিলেন। তার মায়ের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, বায়েজিদের কাছে পাঁচ লাখ ৫৪ হাজার টাকা পেতো তার প্রতিষ্ঠান। ওই টাকার জন্য রবিবার তাকে খুলনা থেকে ডেকে আনা হয়। এরপর টাকা আদায়ের জন্য তাকে মারধর করা হয়। চিকিৎসা না দিয়ে তাকে চালের আড়তে ফেলে রাখা হয়েছিলো। যাতে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়তের নৈশপ্রহরী মোজহার হোসেন জানান, তিনি রাত ১০টার দিকে আড়তে আসেন। এসময় ওই ছেলেটিকে আড়তের মেঝেতে পড়ে থাকতে দেখেন। লেবারদের কাছে জানতে চাইলে জানান, ওকে মারধর করা হয়েছে। ঠিক হয়ে গেলে চলে যাবে। এরপর লেবাররা যে যার মতো বাড়ি চলে যান। পরে তিনি বিষয়টি ম্যানেজারকে জানালে তিনিও একই কথা বলেন। এরপর তিনি আড়তে তালা দিয়ে বাইরে এসে অবস্থান নেন। পরে পুলিশ গেলে তিনি দরজা খুলে দেন। এসময় তারা ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে এবং নিয়ে যায়।

তিনি আরো বলেন, লেবারদের মধ্যে কানাঘুঁষা হচ্ছিলো, ওই ছেলেকে আড়তের মালিকই মারপিট করেছেন। এর বেশি তিনি কিছু জাননে না। রাত চারটার দিকে পুলিশের কাছ থেকে জানতে পারেন ছেলে মারা গেছে জানান নিহত বায়েজিদের মা দিলরুবা বেগম। তিনি বলেন রবিবার দুপুর একটার দিকে মুল্লুক চাঁদের কর্মচারী রাজু রাজন শহিদুলসহ পাঁচ ছয়জন বায়েজিদকে খুলনার বাড়ি থেকে নিয়ে আসে। তারা খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিপ্লবের কাছে তাকে নিয়ে যাচ্ছে বলে জানায়। ছেলের সাথে কথা বলে জানতে পারেন যশোরের কেশবপুরে তারা ইফতার করেছে। সেই সময় ছেলে নির্যাতনের শিকার হচ্ছে বলে তাকে জানায়। রাত ১২টার দিকে ছেলে ফোনে জানায়, তারা তাকে আর বাঁচতে দেবে না ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

তিনি বলেন, পাওনা টাকা নিয়ে একটি বিরোধের তথ্য পেয়েছি। তবে কী কারণে এবং কে কে এ হত্যায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। দ্রুততম সময়ের মধ্যেই হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে।

 যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ পুলিশের কাছে দাবি করেছেন, ওই যুবক তার ঢাকা অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। সাব-কন্ট্রাক্টরের মালামাল কেনার পাঁচ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাত করে পালিয়ে যায়। ওই টাকার জন্য খুলনা সিটি কর্পোরশেনের একজন কাউন্সিলরের মাধ্যমে দেন দরবার চলছিলো। তাকে কে ডেকে এনেছে বা কে মারপিট করেছে, তিনি কিছুই বলতে পারছেন না। তার কর্মীদের সকলের ফোন বন্ধ। তিনি বিষয়টি জানার চেষ্টা করছেন।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...