ভারত বিশ্বকাপ যেনো ভালো কাটছে না বাংলাদেশ দলের। এবারের আসরে টানা চতুর্থ হারে বিপর্যস্ত টাইগাররা। আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। এমন সময়ে চমকে ওঠার মতো খবর দিলেন ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান।
আমি ফাস্ট বোলার ছিলাম, ঢাকায় আসি খেলোয়াড় হতে: জায়েদ খান
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, মাঠে আমারই যেতে হবে। এমন পোস্টে বোঝা গেলো টাইগারদের ব্যর্থতায় মাঠে নামতে চান জায়েদ খান!
নায়কের এমন পোস্টের ভিত্তিতে কমেন্ট বক্স ভরে গেছে কমেন্টের বন্যায়। একজন ভক্ত লিখেছেন, আপনাকে ছাড়া দল সেমিতে ওঠার কোনো সম্ভাবনা নেই!
স্বাআলো/এসএস