বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের এক গণমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নুরুল আলম আতিক।
তবে এখনো পর্যন্ত আহমেদ রুবেল মৃত্যুর কারণ জানা যায়নি।
চরিত্রটি বোঝার চেষ্টা করেছি: দীঘি
বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিলো। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তার অভিনীত নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’ প্রিমিয়ারে অংশ নেয়ার কথা ছিলো রুবেলের। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।
স্বাআলো/এস