আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এ মেলার আয়োজন করা হয়।

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদবেদীতে ভারত ও বাংলাদেশের শতশত ভাষা প্রেমী মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ বনগাঁ অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

বেনাপোল নোম্যান্সল্যান্ডে একুশে ফেব্রুয়ারি পালন করবে দুই বাংলার মানুষ

এছাড়াও ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন, শ্রী গোপাল শেট, শ্রী বীনা মন্ডল সহসভাপতি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলা বাগচী সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিৎ দাস সাবেক সাংসদ ও হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে আরো যারা শ্রদ্ধা জানান তারা হলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীরমুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

এ ছাড়াও শত শত জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...