মাগুরাবাসীর বহুদিনের প্রত্যাশিত ও কাঙ্খিত স্বপ্ন পূরণের পথে। আগামী ১২ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে বহুতল ভবনের আধুনিক মানের মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
শনিবার (৭ অক্টোবর) সকালে এ উপলক্ষে মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা যুগ্ম জজ সত্যব্রত শিকদার, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যরা।
স্বাআলো/এসএ