ককটেল বোমা ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো: কুমিল্লায় ককটেল, বোমা ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান।

চট্টগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জে ৬ গাড়িতে আগুন

আবদুল মান্নান বলেন, শুক্রবার ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের মধ্যে ছেনি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগরীর ঈদগাহ মোড় থেকে পাশের রাস্তায় সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এ ঘটনার পর থেকে শনিবার কোতোয়ালী থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে রতন গ্রুপের পাঁচজন সদস্য হচ্ছে- শাওন হোসেন, সাইমন আহমেদ, শাওন, বাদল হোসেন ও প্রমিজ সরকার শান্ত।

চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন, সরানো হয়েছে বাসিন্দাদের

ঈগল গ্রুপের ১১ জন সদস্য হচ্ছে- মেহেদী হাসান, সাকিব, ফাহিম হোসেন, আরিফ হোসেন, সামবীর, আকিব হোসেন, ফরহাদুজ্জামান পিয়াস, আশরাফুল ইসলাম নিলয়, কাইয়ুম হোসেন, আতিকুর রহমান ও বর্ষণ রায় জয়। তারা কুমিল্লা নগরীর দৌলতপুর, সংরাইশ, মোগলটুলী, মুরাদপুর, সুজানগর, কাঁটাবিল ও আশেপাশের এলাকার বাসিন্দা।

তাদের কাছ থেকে বিভিন্ন রকমের ধারালো ছেনি ও ছুরিসহ ১০টি দেশীয় অস্ত্র ও ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক চারটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম থেকে ট্রেন যাচ্ছে কক্সবাজার

পুলিশ সুপার আরো জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে সচেতন মহলের পাশাপাশি অভিভাবক ও পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে এবং পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কিশোর গ্যাং কালচার মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) কোতোয়ালী ফিরোজ হোসেন, জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া ও কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাস গুপ্ত প্রমুখ।

স্বাআলো/এস/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...