খুলনা ব্যুরো: জেলার রূপসা উপজেলার মীনকো নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ফেব্রুয়ারি) উপজেলার তিলক নামক স্থানে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
খুলনাসহ ৪ বিভাগে হতে পারে বজ্র বৃষ্টি, রাতে বাড়তে পারে গরম
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, রবিবার সকালে রূপসার কুদির বটতলার তিলকে পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর কারখানায় আগুন লাগে। এসময় কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়।
স্বাআলো/এস