জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সৌজন্যে স্বাধীনতা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের আয়োজনে পান্না সিনেমা হল চত্ত্বরের ব্যাডমিন্টন ভেন্যুতে সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম।
খেলা উদ্বোধনের আগে আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক জাবিদুল ইসলাম জাবিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী, ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক, পুলিশ পরিদর্শক আব্দুল বারেক, প্রবাসী ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম সুমন, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী আলমগীর কবির শিপলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা দাদা দ্বৈত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে যুবসমাজকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করেছেন। এই তাকে ধন্যবাদ জানাই। এভাবে নিয়মিত খেলাধূলার আয়োজন হলে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখে।
তিনি আরো বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে এই খেলার আয়োজন সত্যিই দারুণ উপভোগ্য হয়েছে। সারাদেশের জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়রা খেলছেন। সত্যিই ভালো লাগছে।
আলোচনা সভা শেষে খেলা উদ্বোধনের পর প্রথম দিনে চুয়াডাঙ্গা জেলার ১২টি দল খেলায় অংশ নেয়। আজ দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনে খেলায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা।
প্রথম দিনের উদ্বোধনী ও আলোচনা সভাটি পরিচালনা করেন সাংবাদিক হুসাইন মালিক।
এছাড়া পরবর্তীতে গ্যালারিতে অতিথি হিসেবে খেলা উপভোগ করেন আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম সেলিম, জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর সাইফুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট তছলিম উদ্দিন ফিরোজ,স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ প্রধান নাজমুল হক স্বপন ও সিনিয়র সাংবাদিক এম এ মামুন প্রমুখ।
এছাড়া খেলা পরিচালনা করছেন রাসেল, অনুপ, সবুজ, সোহান, সোহেল, আলামিন, বাবু, মুক্তার, মাহিন, শাওন ও অভি প্রমুখ।
স্বাআলো/এস