ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টনি হোসেন (২০) নামে এক কাঠবোঝাই এক নসিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টনি হোসেন (২০) গদখালীর বারবাকপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ঝিকরগাছায় চেয়ারম্যানের মৃত্যুতে উল্লাস, ২ মেম্বারের বিচার দাবি
ঘাতক বাসযাত্রী ইয়ানুর হোসেন বলেন, নাভারণ থেকে আসা যশোরগামী দ্রুতগতির বাসটি বেনেয়ালী ব্রাক অফিস সংলগ্ন কাঠবোঝাই নছিমনের পেছনে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায় এবং কাঠের নিচে চাপা পড়ে নছিমন চালক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, স্থানীয় নারীরা রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানের
নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
স্বাআলো/এসআর