জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে খায়রুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারি) শৈলকুপা হাটপাজিলপুর সড়কের মদনপুরে এ দুঘর্টনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহত খায়রুল ইসলাম গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্কুলে যাচ্ছিলেন। পথে মদনপুরে ভাঙা কালভার্টের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে একটা গাছের ধাক্কা লাগে। খায়রুল ইসলাম গুরুতর আহত হন।
ওসি আরো জানান, স্থানীয়রা খায়রুল ইসলামকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস