আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার ফয়লাহাট বাজারের নির্মাণাধীন একটি দোকানে আট কেজি রড চুরি হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সিসি টিভি ফুটেজ দেখে চোর ও রড ক্রেতা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোবিন্দপুর গ্রামের রডচোর আবুল কাশেম (২০) এবং পাশ্ববর্তী পার-গোবিন্দপুর গ্রামের চোরাই রড ক্রেতা হাবিল হোসেন (৪২)।
বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ফয়লাহাট ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এএসআই) সুজন চৌধুরী জানান, রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী আবুল কালাম আজাদের নির্মাণাধীন দোকান থেকে ৩১ জানুয়ারি ৮০০ কেজি নতুন রড চুরি হয়। পরবর্তীতে বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে রড চুরি করায় আবুল কাশেমকে শনাক্ত করা হয় এবং সোমবার তাকে গ্রেফতার করা হয়।
আবুল কাশেম রড চুরির কথা স্বীকার করে এবং হাবিলের কাছে বিক্রি করেছে বলে জানায়। সে অনুযায়ী হাবিলকেও গ্রেফতার করা হয়।
বাগেরহাটে বাসের ধাকায় মা নিহত, ছেলেসহ আহত ২
হাবিল হোসেন চোরাই রড ক্রয়ের কথা স্বীকার করে এবং তার কাছ থেকে তাৎক্ষনিক ৫০ কেজি চোরাই রড উদ্ধার করা হয়। এক পর্যায়ে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করে ফয়লা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বাকী রড উদ্ধারসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাআলো/এস/এসআর