স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শূন্য ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও বোলিং কোচের পদ। এবার সেই শূন্য পদে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই পারফরম্যান্স দলে এতদিন কাজ করা ডেভিড হেম্পকে ব্যাটিং ও আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য এই দুই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হ্যাম্প। তাছাড়া গত বছর জাতীয় দলের খন্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফর করেছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করলো বিসিবি
বি বৃতিতে আরো বলা হয়েছে, ‘জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা।
স্বাআলো/এস