মাগুরায় পথচারী মানুষের মাঝে খাবার বিতরণ

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় শতাধিক অসচ্ছল, ছিন্নমূল, পথচারী ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে
‘মানবতার জন্য জীবন’ নামের সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার রাত ১১টায় মানবতার জন্য জীবন সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার শিকদার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শহরের জামরুল তলা, পুরাতন বাজার, জেটিসি রোড, বেবী প্লাজা, কেশবমোড়, নতুন বাজার, ভায়না মোড়, সদর হাসপাতাল, পিটিআই স্কুল, ঢাকা রোড, বাস টার্মিনাল এবং পশু হাসপাতাল এলাকায় রাতে অসহায় পথচারী ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবতার জন্য জীবন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন ঘোষ জয়, সংগঠনের অন্যতম কর্মী রিপন ঘোষ, দেব দুলাল শিকদার সান্টু, পাপ্পু ঘোষ, উজ্জ্বল বসু, হিরা বসু, প্রসেনজিৎ সিংহ, দ্বীপ বিশ্বাস ও বাঁধন রায়সহ অন্যরা।

সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার শিকদার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবতার জন্য জীবন সংগঠনের পক্ষ থেকে অসহায়, ছিন্নমূল, পথচারী ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের কার্যক্রম চালানো হচ্ছে। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে অসচ্ছল, ছিন্নমূল ও অসহায় মানুষগুলো খিদের কষ্ট পাবে না। আমরা আগামীতে চেষ্টা করবো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এ মহতী উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...