রবিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একদল পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর একটি বিশেষ টিমের সার্বিক সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষীপুর কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
স্বাআলো/এসআর