বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলে রাজ্যকে নিয়ে একাই থাকছেন এই নায়িকা। ছেলের সব দায়িত্বও তিনি পালন করছেন। কাজের ফাঁকে পুরো সময়টা ছেলেকেই দেন। পাশাপাশি কাজেও নিয়মিত হয়েছেন এই নায়িকা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। জীবনে প্রিয় মানুষের কাছ থেকে শুধু অবহেলা পেয়েছেন পরীমণি।
তবে কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না তার। শুধু তাই নয়, যেখানে সম্মান নেই, সেখানে যেতে নেই বলে মনে করেন পরীমণি।
শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই লিখেছেন এই নায়িকা।
এদিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন— যেখানে সম্মান নেই, সেখানে যেতে যেতে নেই। এটাই আসল কথা। তাদের বোধোদয় হোক। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।
শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো: পরীমনি
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুকে আরেকটি পোস্টে পরীমণি লিখেছিলেন— ‘যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেক দিন পরে সে আগের চেয়েও বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু যায় আসে না।
গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এ ছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।
সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমণি। এ ছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।
স্বাআলো/এস