বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহান হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহান শার্শার উপজেলার দাউদখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত শুক্রবার সোহান ঐ স্কুলছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভনে তার নানা বাড়ি নিয়ে যায়। সেখানে মেয়েটিকে রাতে তার নানা বাড়িতে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে সোহান তার মামাতো বোনকে দিয়ে ঐ ছাত্রীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে।
শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরণীকে ধর্ষণ, ধর্ষক পলাতক
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য রবিবার যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষক সোহানকে রবিবার রাতে গ্রেফতার করে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
স্বাআলো/এস