নড়াইল বাংলা ইশারা ভাষা দিবস পালিত
এরপর পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন।
অন্যদিকে সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার সহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাসের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
পরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
স্বাআলো/এসআর/এস