নিজস্ব প্রতিবেদক: যশোরে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হলেন শ্বেত পদ্মে আসীনা বীণাপাণি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের বিদ্যার দেবী সরস্বতী পূজা।
বুধবার (১৪ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মের শিক্ষার্থীরা ভক্তির মাধ্যমের বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করে। অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উৎসবে উৎসবে মুখরিত হয়।
যশোর সরকারি এম এম কলেজের সরস্বতী পূজার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক মদন মহন দাস ও আহবায়ক প্রফেসর অসীম কুমার দত্ত প্রমুখ।
যশোর সরকারি মহিলা কলেজে পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য অবসারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ইকবাল আনোয়ার ও প্রভাষক শুভাশীষ মজুমদার প্রমুখ।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পূজার উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব। উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল, উত্তম কুমার পাল, ধ্রুব জ্যোতি দে, তপন কুমার গাঙ্গলী ও জয়দেব কুমার মজুমদার প্রমুখ।
যশোর জিলা স্কুলে পূজার উদ্বোধন করেন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। উপস্থিত ছিলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) সেলিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) সেলিম রেজা ও আহবায়ক অশোক কুমার দে প্রমুখ।
যশোর পুলিশ লাইন স্কুলে পূজার উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ নন্দীসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। দেবীর একহাতে পুস্তক, আর অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। তার বাহন সাদা রাজহাঁস। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী ধরায় আসেন। মর্ত্যলোকে ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পূজার অর্ঘ্য নিবেদন করেন।
স্বাআলো/এস