আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাসের হাতে জিম্মিদের মধ্যে সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে, চার জন ইসরায়েলি এবং তিন জন বিদেশি নাগরিক।
শনিবার (২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শুক্রবার হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা উবাইদা টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
তিনি বলেন, পাঁচ মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবারের হামলায় সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে।
স্বাআলো/এস