আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে পিকআপভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো ২১ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলো। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আরাকান আর্মির হামলায় রাখাইনে ৮০ সেনা নিহত
আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
স্বাআলো/এস