বিএসএফের হাতে দুই কোটি টাকার সোনার বারসহ সাতক্ষীরার রিপন আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২৪টি সোনার বারসহ রিপন হোসেন নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০২ ব্যাটালিয়নের জওয়ানরা।

আটক রিপন হোসেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।

জব্দকৃত সোনার বারের ওজন প্রায় দুই কেজি। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৭ লাখ ৩৩ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৩৫ লাখ টাকার সমান।

বিএসএফের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারতীয় সীমান্তচৌকি গোবর্ধার জওয়ানরা গোপন সূত্রে সোনা পাচারের খবর পান। বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে নির্ধারিত এলাকায় বিশেষ অভিযান চালায় বিএসএফ। এসময় টহলরত বিএসএফ জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা এক যুবকের সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে থাকেন। এরপর তাকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকের নাম রিপন হাসান। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের বারের পরিমাণ ২৪টি। জব্দকৃত এ সোনার ওজন প্রায় দুই কেজি। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৩৫ লাখ টাকার সমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে তিনি হাসান গাজী নামে এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেন। ৫০০ টাকার বিনিময়ে সেগুলো অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিকের কাছে পৌঁছে দেয়ার কথা ছিলো তার।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...