আন্তর্জাতিক

ভয়াবহ বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | May 7, 2025

পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার কাচ্ছি জেলার মাচ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সন্ত্রাসীরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। এই হামলার পেছনে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত বলে দাবি করেছে আইএসপিআর, যারা ভারতীয় মদদপুষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, “এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। বালুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত ও তাদের দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনাবাহিনী এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সফল হবে না। শহীদদের আত্মত্যাগ জাতির সংকল্পকে আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, বালুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ও সন্ত্রাসবাদ দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই হামলা তারই সাম্প্রতিক নজির

Shadhin Alo