ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক সামরিক অভিযানে অন্তত ১০ জন “উগ্রপন্থী” নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছে মিয়ানমার সীমান্ত সংলগ্ন চান্দেল জেলায়।
ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র গোষ্ঠী সীমান্ত এলাকায় চলাচল করছে। এরপরই আসাম রাইফেলসের একটি দল সেখানে অভিযান শুরু করে।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, অভিযানের সময় “সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে ১০ জন উগ্রপন্থী নিহত হয়। অভিযানস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর এক্স (টুইটার) হ্যান্ডলে জানানো হয়েছে, এ অভিযান এখনও চলমান, এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
মণিপুর রাজ্য দীর্ঘদিন ধরেই জাতিগত ও সশস্ত্র সংঘর্ষের জন্য পরিচিত। সীমান্তবর্তী এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।