আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশি গ্রেফতার

| February 29, 2024

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন টেরেসা হাউসে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বুধবার রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৩টা পর্যন্ত। অভিযানে ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশি নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করার আগে মোট ৩৫৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়।

পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা ও নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।

বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ নারী, ১৩৪ বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo