আন্তর্জাতিক

মিজোরামে বিএসএফের নতুন সেক্টর

আন্তর্জাতিক ডেস্ক | May 6, 2025

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পূর্ব কমান্ডের আওতায় থাকা মিজোরামে নতুন একটি সেক্টর গঠনের প্রস্তাব বহুদিন ধরেই বিবেচনায় থাকলেও, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে পূর্ব কমান্ডের আওতায় ছয়টি ফ্রন্টিয়ার বা সীমান্ত অঞ্চল রয়েছে। এর মধ্যে ‘এম অ্যান্ড সি’ ফ্রন্টিয়ার, অর্থাৎ মিজোরাম এবং আসামের কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্ত প্রহরার দায়িত্বে রয়েছে। এছাড়া, এই ফ্রন্টিয়ারের অধীনেই মনিপুরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বিএসএফ।

বর্তমানে ‘এম অ্যান্ড সি’ ফ্রন্টিয়ারের অধীনে তিনটি সেক্টর রয়েছে — আসামের শিলচর, মিজোরামের আইজল এবং মনিপুরে একটি পৃথক সেক্টর। এই তিনটি সেক্টরে মোট ১২টি বিএসএফ ব্যাটালিয়ন কাজ করছে।

পূর্ব কমান্ডের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “নতুন সেক্টর গঠনের প্রস্তাব বহু আগে থেকেই রয়েছে। এটি নতুন কোনও ফ্রন্টিয়ার নয়, বরং একটি সেক্টর বাড়ানোর পরিকল্পনা। সম্প্রতি পহেলগামের ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

তবে বিএসএফ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, “মিজোরামে নতুন সেক্টর তৈরির প্রস্তাব অনেক আগে এলেও এর প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ রয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

‘এম অ্যান্ড সি’ ফ্রন্টিয়ার ছাড়াও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আরও পাঁচটি ফ্রন্টিয়ার রয়েছে— দক্ষিণ বঙ্গ, উত্তর বঙ্গ, গুয়াহাটি, মেঘালয় এবং ত্রিপুরা।

প্রসঙ্গত, পূর্ব কমান্ডের আওতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তিনটি ব্যাটালিয়নও রয়েছে। এই কমান্ড ভারত-বাংলাদেশ সীমান্তের ৪০৯৭ কিলোমিটার এলাকার নিরাপত্তা রক্ষা করে আসছে।

Shadhin Alo