মিসরে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেলো ১৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর উত্তরে আমরেয়া শহরের কাছে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো আহত হয়েছেন সাতজন।

 মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির মহাসড়কে এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়ে, দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৫ জনকে নিহত এবং সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

ট্রাফিক অফিসাররা বলেছেন, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটানাটি কেনো ঘটলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, দ্রুতগতি, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের ফলে মিসরে প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়।

স্বাআলো/এসআর/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...