আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে টেম্পো ট্রাভেলার গাড়ি পড়ে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে।
শনিবার (১৫ জুন) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে গাড়িটিতে ২৩ জন আরোহী ছিলো। এদের মধ্যে আহত হয়েছেন ১৩ জন।
বিমানভর্তি মরদেহ পৌঁছালো ভারতের কেরালায়
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, শনিবার রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।
স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা আহতদের কাছের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
স্বাআলো/এস