ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটিতে বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের কারণে বেশ কয়েকটি জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
অসময়ের এই প্রবল বৃষ্টিপাতে রাজ্যটির মানুষও নাকাল হয়ে পড়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গুজরাটে অমৌসুমী বৃষ্টিপাতের পর বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি চলমান আবহাওয়া গুজরাটের বিস্তীর্ণ অংশে বজ্রগর্ভ মেঘ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করছে। এর প্রভাবেই গুজরাটে এই বৃষ্টি হচ্ছে। গুজরাটের কিছু অংশে সোমবারও দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
স্বাআলো/এস