যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিকের বেশি মানুষ।
বুধবার (২৫ অক্টোবর) রাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দুইজন হামলাকারীর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে এন্ড্রোস্কোগিন কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়, তদন্ত চলাকালীন আমরা সব দোকানপাট বন্ধ রাখার আহবান জানাচ্ছি।
এখনো একজন হামলাকারী সক্রিয় আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে মেইন অঙ্গরাজ্য পুলিশ।
গাজায় ইসরায়েলের ফের বোমা হামলা, নিহত ৩০
ওই পোস্টে আরো বলা হয়, আমরা লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন।
স্বাআলো/এস