মধ্য আমেরিকায় ভারী বৃষ্টিপাত, ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ে অন্তত ৩০জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে। এছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নাদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। এছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে।

ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে প্রাণ গেলো ৪২ জনের

সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবারেই ১৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে। প্রায় তিন হাজার মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।

এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া বলেন, আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত পণ্য আসে এবং যায়, কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে।

এদিকে গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যায় ১০জন মারা গেছেন। দুর্গত এলাকা থেকে ১১হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩৮০জন। এ ছাড়া চারটি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি সেতু।

যশোরসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে

প্রতিবেশী হন্ডুরাসেও একজন মারা গেছে। সেখান থেকে এক হাজার ২০০জনের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রবল বৃ্ষ্টিপাতে ২২টি বাড়ি ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...