আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ এলাকায় একটি অটো-পার্টসের দোকানে রাতে আগুন লেগে ভস্মিভুত হয়েছে। এতে দোকান মালিক হোসেন শেখের আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মৌভোগ পশ্চিম পাড়া গ্রামের হোসেন শেখ এলাকার চুন্টের মোড়ে অটো-পার্টসের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন।
মঙ্গলবার (২৫ জুন) প্রতিদিনের ন্যায় যথানিয়মে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত ২টার দিকে দোকানে আগুন লাগা দেখতে পেয়ে দোকানের পাশের লোকেরা হোসেন শেখ কে খবর দেয়। খবর পেয়ে তিনি দ্রুত তার দোকানে আসেন এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফকিরহাট ফায়ার স্টেশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে দোকানে থাকা তিনটি নতুন ফ্রিজ, অটো পার্সের বিভিন্ন মালামাল ও নগদ টাকা পুড়ে যায়।
আগুনে পুড়ে প্রাথমিকভাবে হোসেন শেখের ৬/৭ টাকার ক্ষতি হয়েছে বলে হোসেন শেখ জানান। তবে আগুন কি ভাবে লেগেছে তা জানা যায়নি। এ খবর পেয়ে ফকিরহাট উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামান বাবু বুধবার (২৬ জুন) ব্যবসায়ী হোসেন শেখের দোকানে যান এবং ক্ষয়ক্ষতির হিসাব নেন।
বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলার নলধা মৌভোগ এলাকার চুন্টের মোড়ে হোসেন শেখের অটোপার্টসের দোকানে গভীর রাতে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো নিরুপণ করা যায়নি।
স্বাআলো/এস