আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে চাকরির সন্ধানে যাওয়া ৯জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতের ওই রাজ্যে প্রবেশ করেছে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্থানীয় পুলিশকে উদ্বৃত করে গণমাধ্যমটি জানিয়েছে, আগরতলা রেল স্টেশন থেকে ছয় নারীসহ ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে মোট নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন কমকর্তা জানিয়েছেন আটককৃতরা ২০ থেকে ৪৫ বছর বয়সী। তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলা রেল স্টেশনে আসার পর তাদেরকে আটক করা হয়েছে।
আটক হওয়া ওই বাংলাদেশিরা পুলিশকে জানিয়েছে, তারা চাকরির সন্ধানে ভারতের রাজধানী দিল্লি এবং বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। নতুন করে এই নয় বাংলাদেশিসহ গত দুই মাসে ত্রিপুরায় অন্তত ৫৫জন অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এদের সকলেই ভারতের বিভিন্ন অঞ্চলে চাকরির অনুসন্ধানে গিয়েছেন বলে তথ্য দিয়েছে ভারতের পুলিশ।
স্বাআলো/এস