ওমানে মসজিদে বন্দুক হামলায় নিহত ৯, দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মসজিদে সোমবারের (১৫ জুলাই) বন্দুক হামলায় নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২৮ জন। আহতদের মধ্যে ওমানসহ বিভিন্ন দেশেল নাগরিকরা রয়েছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

নিহতদের মধ্যে চারজন পাকিস্তান, একজন ভারতীয় এবং ওমান পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন।

১ ঘণ্টায় ৪৪ ফিলিস্তিনি নিহত

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার মাস্কাটের ওয়াদি আল কবির এলাকার আলী বিন আবি তালিব মসজিদে সোমবার এশার নামাজ চলাকালে হঠাৎ এলোপাতাড়ি গোলাগুলি শুরু হয়।

ওমানে মঙ্গলবার (১৬ জুলাই) ছিলো ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ দিন আশুরা। শিয়া মতাবলম্বী মুসলিমরা বিভিন্ন ধর্মীয় আচারের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেন। সুন্নি ও ইবাদি মুসলিম অধ্যুষিত ওমানের সংখ্যালঘু শিয়া মুসলিমদের সবচেয়ে বড় উপাসনালয় মাস্কাটের আলী বিন আবি তালিব মসজিদ। আশুরার আগের রাত হওয়ায় মঙ্গলবার এশার নামাজের সময় আলী বিন আবি তালিব মসজিদে মুসল্লিদের সমাগম বেশি ছিলো।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মসজিদটিতে পুলিশ এবং আইএসের বন্দুকধারীদের গোলাগুলি চলে। এ সময় আইএসের তিন হামলাকারী নিহত হন।

কোটা সংস্কার আন্দোলন: সংঘর্ষে নিহত ৬

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার ভিডিও পোস্ট করে আইএস বলেছে, তাদের ‘সুইসাইড’ স্কোয়াডের তিন সদস্য এই হামলা চালিয়েছিলো।

এই হামলার প্রতিক্রিয়ায় দেশটিতে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলী হাসপাতালে হতাহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ওমানের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...