আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

| October 4, 2023

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করেছে।

বিজয়ীরা হলেন- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির মুঙ্গি জি বাউইন্ডি, কলম্বিয়া ইউনিভার্সিটির লুইস ই ব্রাস এবং ন্যানোক্রিস্টালস টেকনোলজির ইনকরপোরেশনের আলেক্সি ই ইকিমভ।

চলতি বছর নির্ধারিত সময়ের আগেই রসয়ানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ হয়ে গিয়েছিলো।

সুইডেনের সংবাদমাধ্যম আফতনব্লদে জানিয়েছে, তারা সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে একটি মেইল পেয়েছে, যেখানে ২০২৩ সালে রসায়নশাস্ত্রে অবদান রাখায় যে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে তাদের নাম রয়েছে। সংবাদমাধ্যমটি ওই ই-মেইলের একটি কপি প্রকাশ করে তিন বিজয়ীর নামও জানিয়েছে।

আরেক সুইডিশ সংবাদমাধ্যম দাগিনস নিহতেরও সেই মেইল পেয়েছে। তারা ই-মেইল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছে, ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply