আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

| October 9, 2023

অর্থনীতিতে এই বছরের নোবেল স্মারক পুরস্কার পেলেন ক্লডিয়া গোল্ডিন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি।

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করার জন্য ক্লডিয়া গোল্ডিনকে ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে।

নোবেল কমিটি জানিয়েছে, ক্লডিয়া গোল্ডিন নারীদের উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণের প্রথম ব্যাপক বিবরণ প্রদান করেছেন। তার গবেষণা লিঙ্গ ব্যবধানের প্রধান উৎস প্রকাশ করে।

ক্লডিয়া যুক্তরাষ্ট্রের ২০০ বছরের তথ্য সংগ্রহ করেছেন। সেখান তিনি দেখিয়েছেন যে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে নারী-পুরুষের উপার্জন এবং কর্মসংস্থানের পার্থক্য পরিবর্তিত হয়েছে।

গত সোমবার (২ অক্টোবর) থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। আগেই ঘোষণা করা হয়েছে, শান্তি, সাহিত্য, চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply