Uncategorized

বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

| March 19, 2024

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: জেলার নাগরপুরে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে জাহিদ খান ঝলক (২৬) নামে এক ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে। তার প্রতিপক্ষরা এই হত্যায় জ‌ড়িত ব‌লে অভিযোগ উঠে‌ছে।

সোমবার (১৮ মার্চ) উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় জা‌হি‌দের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত ঝলক উপ‌জেলার স‌লিমাবা‌দ মধ্যপাড়া গ্রা‌মের ছামিনুর রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

যশোরে সন্ত্রাসী রমজানকে কুপিয়ে হত্যা

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

স্বাআলো/এস

Debu Mallick