খুলনা বিভাগ

বাগেরহাটের খানজাহান মাজার প্রাঙ্গনে বাৎসরিক মেলা শুরু

| March 24, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার ঐতিহ্যবাহী হযরত খান জাহানের (রহ) মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাৎসরিক মেলা

প্রায় ৬০০ বছরের ঐতিহ্য হিসাবে এ মেলা শনিবার (২৩ মার্চ) বিকেল থেকে শুরু হয়েছে। ২৫ মার্চ রাত পর্যন্ত চলবে পুরোদমে। বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলায় দেশি-বিদেশি খানজাহান মাজারভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে দোকান বসাচ্ছেন দোকানিরা। রমজান মাস হয়ায় বিকেল থেকে মেলা প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠবে বলে জানান দোকানিরা।

বাগেরহাট টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, তিন দিনের এ মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা আমাদের ইউনিটের ফোন নম্বর দেয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের নম্বর রয়েছে, কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌছে যাবেন। মেলার এ তিনদিন সার্বক্ষণিক মাজারে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি। খান জাহান মাজারের প্রধান খাদেম শের আলী ফকির জানান, অতীতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে ভক্তদের সমাগম হতো।

অনেকেই আসতেন মানত দিতে, যা সময়ের সঙ্গে সঙ্গে মেলায় রূপ নিয়েছে।

স্বাআলো/এসআর

Debu Mallick