আন্তর্জাতিক

নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

| April 23, 2024

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হেলিকপ্টার দুইটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিলো।

ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রোটরে আঘাত হেনেছিল অন্য হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে। অন্যটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রূর সবাই মারা গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী

স্বাআলো/এস

Debu Mallick