Uncategorized

ঘূর্ণিঝড় রেমাল: ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

| May 26, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অতিরিক্ত স্রোতে ফুফু ও বোন তলিয়ে যাচ্ছে দেখে তাদের রক্ষা করতে গিয়ে শরীফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ মে) ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

ঘূর্ণিঝড় রেমাল: তলিয়ে গেছে সুন্দরবন, উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলেন। দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হয়ে যায়। সাতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে একঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick