স্থানীয় লোকজন আহতদের কে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন।
যশোরে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত কে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশ।
উল্লেখ্য যে আহত ব্যক্তিরা যশোর বসুন্দিয়া হতে মাছ ক্রয় করে পিকআপ যোগে ঢাকায় যাচ্ছিলেন মর্মে জানা যায়। সংবাদ পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ও বাঘারপাড়া ফায়ার সার্ভিস এবং তুলরামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ কর্তৃক নিহত এর মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক।
স্বাআলো/এস