রোজা রেখে যদি কেউ ভুলে পানাহার করেন, তার রোজা ভাঙবে না। এরপর তাকে কোনো কাজা করতে হবে না, তবে সতর্ক থাকতে হবে যেন পরবর্তীতে এমন ভুল না হয়। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে বা পানাহার করে, তাকে কাজা করতে হবে এবং কাফফারা দিতে হবে।
রমজানে রোজা রাখার জন্য মুসলমানেরা সুবহে সাদিকের আগে সেহরিতে খাবার গ্রহণ করেন এবং সূর্যাস্তের সময় ইফতার করেন। পুষ্টিকর খাবার গ্রহণে তারা চেষ্টা করেন, যাতে শারীরিক শক্তি বজায় থাকে। এই খাবারগুলো তাদের শারীরিক স্থিতি রক্ষা করতে সহায়ক হয়ে থাকে, এবং শক্তি ক্ষয়কারী কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে।
স্বাআলো/এস