আন্তর্জাতিক

আরব বিশ্বে ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু

| February 26, 2025

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে।

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, ২৮ ফেব্রুয়ারি কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যেতে পারে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তবে ১ মার্চ থেকে রমজান শুরু হবে, অন্যথায় ২ মার্চ থেকে শুরু হবে এই মহিমান্বিত মাস।

রমজান মাস আরবি বর্ষপঞ্জির নবম মাস, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজা ১৪ ঘণ্টা ১৩ মিনিট দীর্ঘ হবে এবং শেষ রোজা হবে ১৪ ঘণ্টা ৫৫ মিনিটের।

এর আগে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছিলেন, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, সৌদি আরবে ১ মার্চ রমজান শুরু হতে পারে এবং এটি ২৯ দিনে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

স্বাআলো/এস

Shadhin Alo