শিক্ষা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বৈষম্যবিরোধী নেত্রী বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম ব্যুরো | May 18, 2025

মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈন উদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে, বহিষ্কারের পরপরই ফাতেমা খানম লিজা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রমাণ চেয়ে সংগঠন নেতাদের আল্টিমেটাম দিয়েছেন। প্রমাণ দিতে না পারলে তিনি আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো বহিষ্কার আদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

অন্তরঙ্গ ভিডিও ফাঁস! মামুন-লায়লার তুমুল বিবাদে ঐশী, মাদক ও প্রতিশোধের হুমকি

এদিকে, বহিষ্কারের পর শনিবার (১৭ মে) রাতে এক ভিডিও বার্তায় ফাতেমা খানম লিজা তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নেজাম উদ্দিন তার বিরুদ্ধে মাদক সেবনকারী এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের যে দুটি অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

হুঁশিয়ারি উচ্চারণ করে লিজা বলেন, আমি আল্টিমেটাম দিচ্ছি, আগামী দুই ঘণ্টার মধ্যে আমার মাদক সেবন প্রুভ করতে না পারলে; তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ বেইসলেস (ভিত্তিহীন) একটা ইস্যু। তার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে কোনো প্রমাণ দিতে না পারে, তাহলে তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এই ঘটনায় সংগঠন এবং বহিষ্কৃত নেতার পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

স্বাআলো/এস

Shadhin Alo