শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছিল, তার দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে এবং দ্বিতীয় স্বামী আহমেদ রাহীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যেই আরও চাঞ্চল্যকর খবর হলো, অভিনেত্রী নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন, যা তাদের বিচ্ছেদের পথে ঠেলে দিচ্ছে।
গুঞ্জন অনুযায়ী, স্বামীর সঙ্গে সারিকার দূরত্বের পেছনে নাকি রয়েছেন গুলশানের এক রাসায়নিক ব্যবসায়ী। তার সঙ্গেই সারিকা পরকীয়ায় জড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই গুঞ্জন ভক্তমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে এই গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী সারিকা সাবরিন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় তিনি এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
সারিকা জানান, তার দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এবং এই চার বছরে তারা একরাতও আলাদা থাকেননি।
নববধূর ‘পরকীয়া প্রেম’: বিয়ের সপ্তাহ না পেরোতেই স্বামীকে হত্যা
তিনি বলেন, আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তাও আমরা বহু আগে ফেলে আসছি। তাছাড়া আমরা কখনোই এই প্রায় চার বছরে একরাতও আমরা আলাদা থাকিনি।
বিচ্ছেদ ও পরকীয়ার মতো খবর অসত্য উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই এ খবরটি পেলাম।
উল্লেখ্য, সারিকা সাবরিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে আহমেদ রাহীকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। এর আগে ২০১৪ সালের আগস্টে তিনি ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই সংসারে তাদের একমাত্র কন্যা সন্তান রয়েছে। তবে সেই প্রথম সংসার বেশিদিন টেকেনি এবং ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
স্বাআলো/এস